ছবি সংগৃহীত
মোবাইল ফোন চার্জ করার জন্য বিদ্যুতের প্রয়োজন নেই। আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে পাওয়ার ব্যাংকের কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও বিদ্যুতের প্রয়োজন হয়। তবে এবার ফোন চার্জ করতে লাগবে সূর্যের আলো। বাস! আর তাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনে।
আপনাকে যা করতে হবে তা হল, এই চার্জারটি রোদে রেখে আপনার ফোনটি তাতে যুক্ত করুন। তার তারপরেই দেখবেন আপনার স্মার্টফোনের ব্যাটারি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে।
অর্থাৎ কারেন্ট চলে গেলে আর চিন্তা করতে হবে না। সোলার মোবাইল চার্জার ইলেকট্রিক চার্জার থেকে অনেক সস্তা। এগুলি ছাড়াও এই চার্জারগুলি এমন লোকদের জন্য আদর্শ যারা প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় যান। এমন কোনও জায়গায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে এটি আদর্শ চার্জার হিসেবে কাজ করবে।
সোলার চার্জার কি? সোলার চার্জার সৌর শক্তিতে চলে। আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকলে বা কম বিদ্যুৎ থাকলে, আপনি সোলার চার্জারের সাহায্যে আপনার মোবাইলটি বিনামূল্যে চার্জ করতে পারেন। এতে কয়েক ঘণ্টার মধ্যেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
এই চার্জারটি Amazon-এ মাত্র ৩৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, এই চার্জারটি অফলাইনেও কেনা যাবে।