ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ওপেনিংয়ে ওয়াসিমের ভোট বাবরের ব্যালটে

Mithil Ferdaus Zosna

প্রকাশিত: ১০:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ওপেনিংয়ে ওয়াসিমের ভোট বাবরের ব্যালটে

ছবি: সংগৃহীত

গোড়ালিতে চোট পাওয়ায় পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার সাইম আইয়ুবের। এ জায়গায় তাই ফখর জামানের ওপেনিং সঙ্গী কে হবেন তা নিয়ে ভাবতে হচ্ছে পাকিস্তানকে।

অনেকের মতে, বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে দিয়েও ইনিংস শুরু করা যেতে পারে। কেউ কেউ আবার ফখর জামানের ওপেনিং সঙ্গী হিসেবে দেখছেন সৌদ শাকিলকে। ফখরের ওপেনিং সঙ্গী নিয়ে যখন দ্বিধায় দল। তখন ওপেনিংয়ে বাবরকে ভোট দিলেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে ওয়াসিম বলেন, ‘আমি রিজওয়ানকে একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে দেখতে চাই। আর বাবরকে ইনিংস ওপেন করতে বলবো। কারণ, এখানে বাবরের একটি দুর্দান্ত কৌশল আছে। সে যদি ৫০ ওভার খেলে এবং সেঞ্চুরি করে, তাহলে ব্যাটিং তাকে ঘিরেই আবর্তিত হবে।’

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে হবে ম্যাচটি। এরপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন