ঢাকা,  শনিবার  ২১ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অর্থমন্ত্রীর সাথে ডিবিএ’র সৌজন্য সাক্ষাত

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৫, ২৭ জানুয়ারি ২০২৪

অর্থমন্ত্রীর সাথে ডিবিএ’র সৌজন্য সাক্ষাত

আগামীদিনে পুঁজিবাজার আরো ভাল হবে বলে আশা প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি), পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এসোসিয়েশনের একদল প্রতিনিধি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।

জানা গেছে, বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে ডিবিএর প্রতিনিধিদলের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন এবং বাজারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন