ঢাকা,  বৃহস্পতিবার  ০৩ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ছাত্ররা সমন্বয়ক পরিচয়ে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: নুর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৩০ মার্চ ২০২৫

ছাত্ররা সমন্বয়ক পরিচয়ে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: নুর

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চিড় ধরেছে। কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তাঁরা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।’ 

আজ শনিবার পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় নুর এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। 

নুর বলেন, রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে; কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায়, তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন। রাজনৈতিক দলগুলোকে জনগণের ত্যাগের মূল্য দেওয়া এবং তাদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। 

নুর চলতি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। 

গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন