ঢাকা,  বৃহস্পতিবার  ০৩ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে সারজিসের পোস্ট

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১২:১০, ২৯ মার্চ ২০২৫

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে সারজিসের পোস্ট

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের চীন সফরে যান। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার এই সফরে ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ, অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এছাড়া শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়।

এর কয়েক ঘণ্টা পরেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম তার ফেসবুক ভেরিফায়েড পেজে প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন।

পোস্টে সারজিস লিখেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মত একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।

তার এই লেখাটি পোস্ট করার ১৮ মিনিটের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ৫২ হাজার মানুষ। কমেন্ট পড়েছে সাড়ে পাঁচ হাজার এবং শেয়ার করেছেন ১ হাজার মানুষ।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন