ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিলে বিএনপি মানবে না: ফখরুল

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিলে বিএনপি মানবে না: ফখরুল

ছবি সংগৃহীত

ক্ষমা চেয়ে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন’, অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে সন্দেহ, সংশয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি মানবে না। তিনি এও বলেন, সরকারে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণও মেনে নেবে না। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরে সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, পলাতকদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আবারও ১/১১ এর মতো কিছু ঘটানোর চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। 

ছাত্রদলের এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নিরপেক্ষতা হারালে দরকার হতে পারে আরও একটি নিরপেক্ষ সরকার। 

চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহবানও জানান বিএনপি মহাসচিব।

এদিকে সভায় ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে গুপ্ত হামলা করে বিভিন্ন জায়গায় ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী নামধারী একটি মহল।

পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী নেতা-কর্মীরা ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন ইউনিটে অনুপ্রবেশ করার চেষ্টা করছে দাবি করে, শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে দাবি করেন মহানগরের নেতারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন