
ছবি সংগৃহীত
সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যতটুকু সংস্কার ন্যূনতম প্রয়োজন ততটুকু করে এরপরই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফ করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এসময় তিনি বলেন, ইসির সঙ্গে মতবিনিময় সভা করেছি। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করার বিষয়ে আমরা কথা বলেছি। আমরা কমিশনকে লিখিত প্রস্তাব দিয়েছি। কমিশন তাদের সক্ষমতা, সীমাবদ্ধতার কথা জানিয়েছে।
তিনি বলেন, জনগণ চায় স্থানীয় সরকার কাঠামো সচল করতে। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সহমত ব্যক্ত করেছি। আমরা ইসির কাছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছি। কালো টাকা ও পেশিশক্তি থেকে নির্বাচনকে দূরে রাখতে হবে। আরপিও ইসির ক্ষমতা বাড়াতে পরিবর্তন আনতে হবে। প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ভোগান্তি কমাতে হবে। সংবিধানের প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। রাজনৈতিক দলগুলোকে কঠিন শর্ত দেয়ার আইন পরিবর্তন করতে হবে।
গোলাম পরওয়ার বলেন, জাতিসংঘ জামায়াত থেকে তথ্য পায়নি বলে যে কথা বলেছে তা সঠিক নয়। ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা আছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।