ঢাকা,  বৃহস্পতিবার  ১৩ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

‘অপারেশন ডেভিল হান্টে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না’

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না’

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক কমিটির এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে। তাদেরকে রেখে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।

তিনি আরও বলেন, যদি কোনো বাড়ি থেকে গুম ও খুনের নির্দেশ দেয়া হয়ে থাকে, তাহলে যতই স্মৃতি বিজড়িত হোক না কেন, সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন