ঢাকা,  শনিবার  ২১ ডিসেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৪৮ সংরক্ষিত আসনের জন্য আ. লীগের মনোনয়ন কিনলেন ১৫৪৯ জন

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৪

৪৮ সংরক্ষিত আসনের জন্য আ. লীগের মনোনয়ন কিনলেন ১৫৪৯ জন

গত তিন দিনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯টি। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ১৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তাতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা নারীদের তালিকায় পরিচিত রাজনৈতিক মুখের সঙ্গে অনেক তারকারাও আছেন।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার ছিল সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন