ঢাকা,  বৃহস্পতিবার  ২১ নভেম্বর ২০২৪

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৬ মে ২০২৪

ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং ভুয়া লোক যাতে এ পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৬ মে) সকালে সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই, এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঐক্য ধরে রাখতে পারলে শক্তিশালী হবেন পেশাজীবীরা। আমাদের পেশাজীবীদের মধ্যে একতা নেই। দলমতের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করার আহবান জানান তিনি।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন