ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অপারেশন ডেভিল হান্ট, আট দিনে গ্রেফতার ৪৪০১

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট, আট দিনে গ্রেফতার ৪৪০১

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৮ দিনে সারা দেশে মোট ৪ হাজার ৪০১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া এই  অভিযানে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত মোট ৪ হাজার ৪০১ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী। ২৪ ঘণ্টায় (শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত) এই অভিযানের সময় ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০টি গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র গণমাধ্যমকে জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্টের’ সিদ্ধান্ত হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন