ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পরকীয়ায় বাধা হওয়ায় স্বামীকে হত্যা,স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:৩৮, ১৭ নভেম্বর ২০২৪

পরকীয়ায় বাধা হওয়ায় স্বামীকে হত্যা,স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

ছবি সংগৃহীত

পরকীয়ায় বাধা হওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়া প্রেমে বাধা হওয়ায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই আদেশ দেন। এছাড়া একই আদালতে ভালুকার একটি মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 

মামলার এজহার অনুযায়ী জানা যায়, ময়মনসিংহে হালুয়াঘাটের সাবিনা খাতুন ও তার দুলাভাই লিয়াকত আলীর মধ্যে অনৈতিক সম্পর্ক ছিলো। একদিন আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলে সাবিনার স্বামী হযরত আলী। পরকীয়ার পথে বাধা মনে হওয়ায় তারা হযরতকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী ২০২১ সালের ২৯ অক্টোবর হালুয়াঘাটের পশ্চিম কুতিকুড়া আতলা বিলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হযরতকে শ্বাসরোধে হত্যা করে লিয়াকত। ঘটনার পরদিন বিল থেকে হযরত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরে নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১ সেপ্টেম্বর জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সকল আইনি প্রক্রিয়া শেষে রোববার আসামি সাবিনা ও লিয়াকতকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। 

এদিকে, একই আদালতে ভালুকা উপজেলার একটি মাদক মামলায় নিজাম উদ্দিন, হিরন মিয়া ও নবী হোসেন নামে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন