বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ দলটির ছয় নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পল্টন থানায় করা নাশকতা মামলায় রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম এই আদেশ দেন।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক ছাড়াও রিমান্ডের অন্য আসামিরা হলেন–জহির হাসান, লিয়াকত, মফিজ, বাবুল ও আজিম উদ্দিন।
এদিন সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
এর আগে, বিএনপির নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।