ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রার্থীকে জানাবে পিএসসি

মিথিল ফেরদেীস জোছনা

প্রকাশিত: ১১:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রার্থীকে জানাবে পিএসসি

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে জানিয়ে দেবে পিএসসি। আসছে বিসিএস থেকে পিএসসি এ কার্যক্রম শুরু করতে চায়। সংস্থাটি মনে করছে, এ নম্বর জানা পরীক্ষার্থীদের অধিকার।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম মনে করেন, লিখিত পরীক্ষার নম্বর জানা পরীক্ষার্থীদের অধিকার। এটি পিএসসির স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে।

জানুয়ারিতে পিএসসি সংস্কারের নানা সুপারিশ করেছিল বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা। কেমন বিপিএসসি দেখতে চাই এবং কী কী সংস্কার প্রয়োজন শীর্ষক ‘অংশীজনের ভাবনা’য় বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা নানা সুপারিশ করেন। বিসিএস পরীক্ষার তিনটি ধাপ—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেন বিভিন্ন বিসিএসে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। সুপারিশে পরীক্ষার্থীরা বলেন, বিজ্ঞপ্তিতে প্রতিটি বিসিএসে কতজনকে প্রিলিমিনারি পাস করানো হবে, তা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে; প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সঙ্গে কাট মার্কস উল্লেখসহ প্রার্থী কত মার্কস পেয়েছেন, তা জানিয়ে খুদে বার্তা দেওয়া যেতে পারে; পরীক্ষার শেষে প্রশ্নপত্র দিয়ে দেওয়াসহ নানা সুপারিশ তুলে ধরেন পরীক্ষার্থীরা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন