ছবি সংগৃহীত
নতুন নিয়মে ধাপে ধাপে বিভাগীয় পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে তিন বিভাগের পর দ্বিতীয় ধাপে আরও তিন বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) ৩ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন বিজ্ঞপ্তিতে রয়েছে- রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গত ১১ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। এ আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।