ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ছয় বছরের মধ্যে বিসিএসে সবচেয়ে কম আবেদন

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৩ জানুয়ারি ২০২৩

ছয় বছরের মধ্যে বিসিএসে সবচেয়ে কম আবেদন

ছবি সংগৃহীত

৪৫তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ১৮ হাজার

বিগত ছয় বছরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ছয়টি সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এর মধ্যে সর্বশেষ ৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে। এবারের বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ১৮ হাজার, যা গতবারের তুলনায় চেয়ে ৩২ হাজার ৭১৬টি কম।

গত ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে।

গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৫তম বিসিএসে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। বিসিএসে প্রতিবার আবেদনের জন্য প্রায় এক মাসের বেশি সময় পেতেন চাকরিপ্রার্থীরা। কিন্তু এবার আবেদনের সময় ছিল ২০ দিন। তাছাড়া, আগের বিসিএসগুলোয় আবেদনের সময়সসীমা বাড়ানো হলেও এবার তা করা হয়নি।

এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করার সুযোগ পান প্রার্থীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন