ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাদ জোহর মোহাম্মদপুরে শায়িত হবেন সাদি মহম্মদ

নিউজজার্নাল২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ১৪ মার্চ ২০২৪

বাদ জোহর মোহাম্মদপুরে শায়িত হবেন সাদি মহম্মদ

কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই। বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বুধবার রাত সাড়ে ১১টায়র দিকে সাদি মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডির আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে সাদি মহম্মদের নামাজে জানাজা। এরপর তাকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সাদি মহম্মদের পারিবারের সদস্য গাউসুল আলম শাওন।

সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পান তিনি।

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি তার বাবা সলিমউল­াহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল­াহ রোডের নামকরণ করা হয়েছে। সাদির ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন