
ছবি সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গুলি করে ও বোমা হামলা চালিয়ে ৪০০’র বেশি যাত্রীসহ একটি পুরো ট্রেন জিম্মি করে রেখেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। তারা ২০ সেনাকে হত্যার দাবি করেছে। এছাড়াও, ট্রেনে থাকা ৩৫ যাত্রীকে জিম্মি রেখে পণবন্দি বা শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়ার দাবি করেছে তারা। একইসাথে, নারী ও শিশুসহ সাড়ে ৩০০’র বেশি আরোহীকে বিচ্ছিন্নতাবাদীরা ছেড়ে দিয়েছে বলেও জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।
বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে, জিম্মিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি টেররিজম ফোর্স ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালালে সবাইকে হত্যা করার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে, তারা পাক সরকারের কাছে কী দাবি করেছে সে সম্পর্কে এখনো জানা যায়নি।
এর আগে, ১৮২ যাত্রীকে জিম্মি করে রাখার দাবি করেছিলো বেলুচ লিবারেশন আর্মি।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নয়টি বগিতে চারশ'র বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) সকাল নয়টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিলো জাফর এক্সপ্রেস। পথে বেলুচিস্তানের কাচ জেলার দুর্গম পাহাড়ি এলাকা পার হওয়ার সময় ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় ছয়জনের অস্ত্রধারী একটি গ্রুপ। ঐ এলাকায় ১৭টি সুড়ঙ্গের ৮ নম্বর সুড়ঙ্গে ট্রেনটিকে আটকে দেয় বেলুচ সশস্ত্ররা। এসব সুড়ঙ্গের ভেতরে ট্রেনের গতি কম থাকে।
উল্লেখ্য, স্বাধীন বেলুচিস্তান প্রদেশের দাবিতে লড়াই করে আসছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। এবছরের জানুয়ারি থেকে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। জানুয়ারি থেকে এপর্যন্ত ৭৪টি জঙ্গি হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৫৩ জনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।