ঢাকা,  বুধবার  ১২ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ২ মার্চ ২০২৫

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ছবি সংগৃহীত

মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হয়েছেন। এই পুত্রসন্তানের মা তাঁরই প্রতিষ্ঠান নিউরালিঙ্কের নির্বাহী শিভন জিলিস।

ইতোমধ্যে এ নারী মাস্কের আরও তিন সন্তানের মা হয়েছেন। এ নিয়ে দুজনের চার সন্তান হলো।

মাইক্রোব্লগিং সাইট এক্সে নতুন সন্তান জন্মদানের খবরটি নিশ্চিত করেন জিলিস। নাম রাখা হয়েছে সেলডন লাইকারগাস। তবে কবে জন্ম হয়েছে, তা জানাননি তিনি। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই পোস্টে কোনো কমেন্টে করেননি মাস্ক। তবে তিনি তাতে ‘হার্ট’ ইমুজির রিয়েক্ট দিয়েছেন। 

জিলিসের এ ঘোষণার দুই সপ্তাহ আগে রক্ষণশীল ইনফ্লুয়েন্সার আশলি এসটি ক্লেয়ার জানান, তিনিও সম্প্রতি ইলন মাস্কের এক সন্তানের জন্ম দিয়েছেন। ব্যবসায়ী মাস্ক টেসলা ইনকরপোরেশন, স্পেসএক্স ও এক্সের মালিক। বর্তমানে তিনি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন