ঢাকা,  বুধবার  ১২ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা ‘ঝড়ের গতিতে’ বিক্রি হবে : ট্রাম্প

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা ‘ঝড়ের গতিতে’ বিক্রি হবে : ট্রাম্প

ফাইল ছবি

নতুন ভিসাটি কার্যত গ্রিন কার্ডের মতোই হবে, যা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ দেবে।

বিদেশিদের কাছে ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে 'গোল্ড কার্ড' বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি কেনার মাধ্যমে ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন এবং পরবর্তীতে তাদের নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। খবর বিবিসির। 

এ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, নতুন ভিসাটি কার্যত গ্রিন কার্ডের মতোই হবে, যা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ দেবে। তবে এটি শুধুমাত্র 'উচ্চ পর্যায়ের' ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।

ট্রাম্প বলেন, 'যারা ৫ মিলিয়ন ডলার দিতে পারবে, তারা কর্মসংস্থানও সৃষ্টি করবে'। 

'এটি ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি লুফে নেয়ার মতো সুযোগ', যোগ করেন ট্রাম্প। 

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নতুন এই গোল্ড ভিসা বর্তমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকা ভিসা প্রোগ্রামের স্থান নেবে, তবে বিস্তারিত কিছু জানাননি।

বিশ্বের বহু দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ দেয়। ইউরোপের পর্তুগালের মতো দেশগুলো ৫ লাখ ইউরো বিনিয়োগকারীদের জন্য 'গোল্ডেন ভিসা' প্রদান করে, যা স্থায়ী বসবাসের অনুমতি দেয়।

ট্রাম্প বলেন, বিভিন্ন কোম্পানি এই ভিসা ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে। তিনি আরও বলেন, 'আমাদের দেশে দক্ষ লোক দরকার, আমরা উৎপাদনশীল মানুষ চাই।'

বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দেন, এই উচ্চমূল্যের ভিসার মাধ্যমে প্রাপ্ত অর্থ মার্কিন ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে।

লুটনিক জানান, নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম বর্তমান ইবি-৫ ভিসার পরিবর্তে চালু করা হবে, যা প্রায় ১ মিলিয়ন ডলার বিনিয়োগ এবং অন্তত ১০টি পূর্ণকালীন কর্মসংস্থান তৈরি করলে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়।

ইবি-৫ প্রোগ্রামকে 'দুর্বলভাবে পরিচালিত' উল্লেখ করে লুটনিক বলেন, নতুন গোল্ড কার্ড ভিসা আরও উন্নততর হবে। তিনি বলেন, 'আমরা নিশ্চিত করব, এদের মধ্যে বিশ্বমানের নাগরিক থাকবে।'

তবে এই ভিসার জন্য আবেদনকারীদের কীভাবে বাছাই করা হবে, কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা বা সর্বোচ্চ কতটি ভিসা ইস্যু করা হবে—এ সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৪ অর্থবছরে মার্কিন পররাষ্ট্র দফতর রেকর্ড ১২ হাজারেরও বেশি ইবি-৫ ভিসা ইস্যু করেছিল।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন