ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ফের অসুস্থ সনিয়া গান্ধী, ভর্তি স্যার গঙ্গারাম হাসপাতালে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ফের অসুস্থ সনিয়া গান্ধী, ভর্তি স্যার গঙ্গারাম হাসপাতালে

ছবি সংগৃহীত

ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার তাঁকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তা জানা না গেলেও, সূত্রের খবর এ দিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে জানা গিয়েছে, তিনি এখন সুস্থ আছেন। স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে করছেন, সূত্র জানিয়েছে।সব কিছু ঠিক থাকলে শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ৭৮ বছর বয়সে পা রেখেছেন সনিয়া। ২০২২ সালে জুনে কোভিড-১৯ মহামারি চলাকালীন তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। ওই বছরে অগস্টে তিনি দ্বিতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হন। তার পর থেকে নানা ধরনের অসুস্থতা তাঁকে ঘিরে ধরেছে। মাঝে-মাঝেই বিভিন্ন স্বাস্থ্যগত কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

সার্ভিক্যাল ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০১১ সালের অগস্টে, নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে তাঁর সার্ভিক্যাল ক্যান্সারের অস্ত্রোপচার সফল হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন