ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

৩৯৬ যাত্রী নিয়ে ভারতে বাংলাদেশের উড়োজাহাজের জরুরি অবতরণ

দিবাগত রাত ১২টার দিকে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

৩৯৬ যাত্রী নিয়ে ভারতে বাংলাদেশের উড়োজাহাজের জরুরি অবতরণ

ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী একটি উড়োজাহাজ ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে প্রযুক্তিগত সমস্যার কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

নাগপুর বিমানবন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফ্লাইটটি মাঝআকাশে সমস্যার সম্মুখীন হওয়ার পর এটি জরুরি অবতরণ করে। যাত্রী ও ক্রু নিরাপদ আছেন, এবং তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন