ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই: ট্রাম্প

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই: ট্রাম্প

ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ বিষয়ে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন। 

বাংলাদেশের চলমান সংকটে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প বলেন, 'এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সত্যি বলতে শত শত বছর ধরে এ নিয়ে কাছ চলছে, এ নিয়ে পড়ছিলাম আমি। আমি বাংলাদেশ (এ বিষয়ে উত্তর) মোদির ওপর ছেড়ে দেব'।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ বিষয়ে কোনো জবাব দেননি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করেন। 

প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করার আগে অবশ্য ওই একই ভারতীয় সাংবাদিক নরেন্দ্র মোদিকে হিন্দি ভাষায় ইউক্রেন-রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন করেছিলেন। 

মোদি বলেন, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমি সমর্থন জানাই। বৈশ্বিক জনমত বলছে, ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই—ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না, আমরা সব সময়ই শান্তির পক্ষে ছিলাম।

তিনি বলেন, যখন আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করি, আমি বলেছিলাম এখন যুদ্ধের সময় নয়। আমি আরও বলেছিলাম যে যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না। এটি কেবল তখনই সম্ভব যখন সবাই আলোচনার টেবিলে বসে।

তিনি আরও বলেন, শান্তির সব প্রচেষ্টা আমরা সমর্থন করি, প্রেসিডেন্ট ট্রাম্প এজন্য যে-সব উদ্যোগ নিয়েছেন, তার সব আমরা সমর্থন করি। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন