ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সম্পদের জন্য ট্রাম্প কানাডার দখল চান: জাস্টিন ট্রুডো

মিথিল ফেরদেীস জোছনা

প্রকাশিত: ১০:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সম্পদের জন্য ট্রাম্প কানাডার দখল চান: জাস্টিন ট্রুডো

ফাইল ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তাঁর দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন, তা তিনি ‘বাস্তবিকই’ চান। তাঁর এ চাওয়ার সঙ্গে আসলে কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত।

কানাডা সরকারের একটি সূত্র এমনটাই জানিয়েছে।

কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে জাস্টিন ট্রুডো এ মন্তব্য করেন।

কানাডার পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি কীভাবে মোকাবিলা করা যায়, সেই কৌশল ঠিক করতে নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রুডো। ট্রুডোর মন্তব্য প্রথম প্রচারিত হয় টরন্টো স্টারে।

ট্রুডো বলেন, ‘আমাদের যে সম্পদ আছে, সে সম্পর্কে তারা সচেতন। এ সম্পদ থেকে তারা লাভবান হতে চান।’

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন