ঢাকা,  রোববার  ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দেওয়ার নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

ছবি সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীকে পুনর্গঠন করবে ট্রাম্প প্রশাসন। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি চারটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সিএনএনের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই আদেশে মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডার সেনা সদস্যদের চাকরি নিষিদ্ধ করাসহ সামরিক বাহিনীর বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি (ডিইআই) বিলুপ্ত করা হবে।

এ ছাড়া কভিড-১৯ টিকা নিতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া সেনা সদস্যদের পুনর্বহাল করা হবে।  

ট্রাম্প বলেছেন, তিনি ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফিরতি ফ্লাইটে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্ক পোস্টে প্রথম প্রকাশিত এই আদেশগুলো গত শনিবার পিট হেগসেথের প্রতিরক্ষাসচিব হিসেবে শপথগ্রহণের সময় এসেছে।

হেগসেথ দীর্ঘদিন ধরেই বলে আসছেন, তিনি সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন বাস্তবায়নের পরিকল্পনা করছেন, যার মধ্যে রয়েছে বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি ( ডিইআই) অনুশীলন বন্ধ করা এবং সেনাবাহিনীতে কর্মরত কিছু নির্দিষ্ট সদস্যকে নিষিদ্ধ করা।

সোমবার পেন্টাগনে পৌঁছানোর পর হেগসেথ সাংবাদিকদের বলেন, ‘আজ আরো নির্বাহী আদেশ আসছে ... পেন্টাগনের ভেতরে ডিইআই অপসারণ, কভিড-১৯ টিকা নেওয়ার ইস্যুতে বহিষ্কৃত সেনাদের পুনর্বহাল। আমি একজন জুনিয়র অফিসার হিসেবে এবং এখন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এই আদেশগুলো দ্রুত নিশ্চিত করার চেষ্টা করব।’

ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদের সময় সামরিক বাহিনীতে কর্মরত ট্রান্সজেন্ডার আমেরিকানদের নিষিদ্ধ করেছিলেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে এই নিষেধাজ্ঞা বাতিল করে একটি আদেশ জারি করেছিলেন।

এবার ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই ট্রান্সজেন্ডার সদস্যদের জন্য বাইডেন প্রশাসনের নেওয়া ২০২১ সালের পদক্ষেপ প্রত্যাহার করলেন। 

একজন কর্মকর্তা বলেছেন, মানসিক এবং শারীরিকভাবে ফিট হতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সময় লাগে, তাই সামরিক বাহিনীতে পরিষেবার ক্ষেত্রে তাদের নিষিদ্ধ করা প্রয়োজন।

একজন কর্মকর্তা একটি তথ্যপত্র উদ্ধৃত করে বলেন, ‘ট্রানজিশন সার্জারির পর একজন ব্যক্তির চিকিৎসা সম্পন্ন করতে কমপক্ষে ১২ মাস সময় লাগতে পারে। এর মধ্যে রয়েছে ভারি মাদকদ্রব্যের ব্যবহার। ওই সময়ের মধ্যে ট্রান্সজেন্ডার সেনা সদস্যরা সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তা পূরণ করতে শারীরিকভাবে সক্ষম হন না এবং তাদের চলমান চিকিৎসাসেবার প্রয়োজন পড়ে।

সেনা মোতায়েন বা অন্যান্য প্রস্তুতির প্রয়োজনীয়তার জন্যও এটি সহায়ক নয়।’

ওই কর্মকর্তা বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে সুনির্দিষ্ট বিষয়গুলো বিবেচনা করে প্রতিরক্ষা দপ্তর সিদ্ধান্ত নেবে।’   

পাম সেন্টার নামে একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের মতে, ২০১৮ সালে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত আনুমানিক ১৪ হাজার ট্রান্সজেন্ডার সদস্য ছিলেন। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম থাকবে কি না তা স্পষ্ট নয়। 

এদিকে সিএনএন কর্তৃক প্রাপ্ত আদেশের একটি তথ্যপত্র অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির প্রক্রিয়া শুরু করবে। আদেশটিতে আমেরিকার জন্য একটি ‘আয়রন ডোম’ তৈরির আহ্বান জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল বা আয়রন ডোমের জন্য বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করেছে এবং মার্কিন সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থায় রয়েছে।

তথ্যপত্রে বলা হয়েছে, নির্বাহী আদেশটিতে ব্যালিস্টিক, হাইপারসনিক, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যেকোনো বিমান হামলার বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের সম্ভাব্য আক্রমণকে ‘বিপর্যয়কর হুমকি’ হিসেবে অভিহিত করা হয়েছে, যদিও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে এ ধরনের কোনো হামলা কেউ চালায়নি।’ এ জন্য কত খরচ হবে বা কোনো সময়সীমা আছে কি না তা বলা হয়নি।

সূত্র : সিএনএন 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন