ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

রাখাইনে বন্দিশিবিরে জান্তাবাহিনীর হামলা, নিহত ২৮

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২১ জানুয়ারি ২০২৫

রাখাইনে বন্দিশিবিরে জান্তাবাহিনীর হামলা, নিহত ২৮

ছবি সংগৃহীত

পশ্চিম রাখাইনে একটি অস্থায়ী বন্দিশিবির এলাকায় হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে আরাকান আর্মির (এএ) সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এরই মধ্যে রাখাইনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এএ। ২০২১ সালে অং সান সুচিকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে এই লড়াই। এর অংশ হিসেবে রাখাইনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে মরিয়া আরাকান আর্মি।

এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক-ইউ টাউনশিপে একটি বন্দিশিবির এলাকায় বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। সেখানে জান্তা বাহিনীর পরিবারের সদস্যদেরই বন্দি করে রাখা হচ্ছে। এএ জানিয়েছে, হামলায় যারা নিহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীরই পরিবারের সদস্য। তাদেরকে মুক্তির জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়েছিল তখন এ ধরনের হামলা চালানো হয় বলেও উল্লেখ করেছে এএ। নিহতদের মধ্যে নয় শিশু রয়েছে।

সর্বশেষ জান্তা বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেছে এএ। সেখানে দেখা যাচ্ছে, সামরিক বিমান থেকে রাজ্যের মারুক-ইউ টাউনশিপে এক বন্দিশিবিরে বোমাবর্ষণ করা হচ্ছে। গত শনিবার সেখানে হামলা হয়েছে।

এএ জানিয়েছে, বন্দিশিবিরে জান্তা বাহিনীর পরিবারের সদস্যরা আটক ছিলেন। পোস্টে বলা হয়েছে, হামলায় যারা হতাহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্য। আমরা লড়াইয়ের সময় তাদের গ্রেপ্তার করেছিলাম।

আরাকান আর্মি আরও বলে, আমরা তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছিলাম, তারমধ্যেই তারা বোমা ফেলেছে। নিহতদের মধ্যে নয়জনই শিশু, এদের মধ্যে একজনের বয়স দুই বছর বলে এএ'র পোস্টে বলা হয়েছে। এ ছাড়া নিহতের মধ্যে নারীও আছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। টেলিগ্রামের দেওয়া ছবিতে দেখা যায়, মেঝেতে অনেক লাশ পড়ে আছে এবং তা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই ঘটনায় বার্তাসংস্থা এএফপি জান্তা বাহিনীর কাছে মন্তব্য জানতে চায়। তবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন