ফাইল ছবি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আর হত্যার এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে। খবর- সিএনএন
জেলেনস্কিসহ ইউক্রেনের উচ্চপদস্থ কিছু কর্মকর্তাকে হত্যার জন্য এই দুই কর্নেলকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা (এফএসবি) নিয়োগ দিয়েছে। এই দুই কর্নেল ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন যারা ভলোদিমির জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন। এরা মস্কোর কাছে গুরুত্বপুর্ণ তথ্য সরবারহ করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার যড়যন্ত্রের এই অভিযোগের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া এবং দেশটির পূর্বাঞ্চলের একটি অঞ্চল দখল করে নেয়।
এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে। ৮৮ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।