ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

জানুয়ারির ২৪ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫

জানুয়ারির ২৪ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে জানুয়ারির ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪ জন এবং চট্টগ্রামের ৩ জন।

বৃহস্পতিবার ২১ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (২৪ জানুয়ারি) ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি ২৪ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫৪ জন।

২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন