
ছবি:নিউজ জার্নাল ২৪
২৪ এপ্রিল, ২০২৫ ইং তারিখ বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের ৪১ তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি মননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন মহোদয়ের অনুপস্থিতে জনাব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মহোদয় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতি হিসেবে সভা পরিচালনা করেন বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশনের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন। সভায় বিজেএমএ-এর পরিচালকগণ সহ সদস্য মিলসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কাঁচাপাটের উপর আরোপিত ১% উৎসে কর রহিতকরণ, পাটজাত পণ্য রপ্তানিতে প্রাপ্ত নগদ সহায়তা সংক্রান্ত জটিলতা সহ সরকার নির্ধারিত ১৯টি পণ্যের মোড়কীকরণে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ শতভাগ বাস্তবায়নে সরকারের নীতি সহায়তার ব্যপারে আলোকপাত করা হয়।
এছাড়াও ভারত কর্তৃক পাটজাত পণ্য রপ্তানির উপর আরোপিত এন্টি-ডাম্পিং ডিউটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন, পাটশিল্পখাতে বকেয়া ঋণ ব্লক হিসাবে স্থানান্তরে ব্যংকসমূহের সহযোগীতা বিষয়ে বাংলাদেশ ব্যাংক এ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং পাটজাত পণ্যকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে কৃষিপণ্যের সকল সুযোগ সুবিধা পাটশিল্প খাতের জন্য উন্মুক্ত করার ব্যপারে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যোগাযোগের ব্যাপারে বিজেএমএ-এর চেয়ারম্যান জনাব আবুল হোসেন-কে উপস্থিত বিজেএমএ এর সদস্যগণ ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় উপস্থিত অতিথি জনাব আরিফুল রহমান খান পাটশিল্প খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এ খাতে বিরাজমান বৈষম্য ও সমস্যা সমাধানে বিজেএমএ-এর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং এসকল বিষয় সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।