
ছবি সংগৃহীত
নিয়মের বাইরে গিয়ে বেক্সিমকোকে ঋণ দেওয়ায় জড়িত ব্যাংক কর্মকর্তাদেরও ‘আইনের আওতায়’ আনা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সচিবালয়ে বৃহস্পতিবার বেক্সিমকো নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক কিংবা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনসহ প্রতিটি ব্যাংকের যারা যারা এই টাকা দেওয়ায় জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে এবং মামলা হবে।
“সবাই ব্যঙের ছাতার মতো পোশাক কারখানা খুলেছে; ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তার রপ্তানি আছে কি নাই, সেটা ব্যাংকগুলোও দেখে নাই।”
উপদেষ্টা প্রশ্ন তোলেন, “একটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে দিল! সে দেখবে না, কী আছে, কী নাই? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? হোয়ার দ্য ব্যাংকার্স?”
বেক্সিমকোর নামি-বেনামি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর প্রায় ৪০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এসেছে।
সাখাওয়াত হোসেন বলেন, “কালকের মিটিংয়ে আমরা কঠোরভাবে বলেছি, শুধু বেক্সিমকো নিয়ে পড়ে থাকলে হবে না। এই টাকাগুলো দিল কে? এত ভয়! চাইল আর ৪০ হাজার কোটি টাকা দিয়ে দিলেন!
অর্থ মন্ত্রণালয় তদন্ত করবে। ব্যাংকের অফিসার হোক, কর্মকর্তা হোক আর কর্মচারী হোক; তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।”
উপদেষ্টা বলেন, “মনে করার কারণ নেই যে, লোকজন বিদেশে চলে গেছে। বিদেশে যারা গেছে, তারা হয়ত দেশে এসে মামলা মোকাবেলা করবে। অন্যথায় তারা বিদেশে থেকে নন গ্রাটা হবে।
“দরকার হলে তাদের পাসপোর্ট বাতিল করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব। আমরা এভাবে তাদের ছেড়ে দিতে পারি না, যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে।”