ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ডিসিসিআই-এর সাথে এসএমই ফাউন্ডেশনের সহায়তা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২০ সেপ্টেম্বর ২০২২

ডিসিসিআই-এর সাথে এসএমই ফাউন্ডেশনের সহায়তা স্মারক স্বাক্ষর

এসএমই খাতের উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সাথে এসএমই ফাউন্ডেশনের সহায়তা স্মারক স্বাক্ষর হয়েছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ডিসিসিআই-এর পক্ষে মহাসচিব আফসারুল আরিফিন সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন ডিসিসিআই-এর প্রেসিডেন্ট রিজওয়ান রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ এবং মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন