ঢাকা,  বুধবার  ২২ জানুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ইউসিবির চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ২৫ আগস্ট ২০২২

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক-ইউসিবির চুক্তি

এসএমই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) । স¤প্রতি মেয়াদী ঋণের বিপরীতে সিএমএসএমই (ঈগঝগঊ) পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে সিএমএসএমই (ঈগঝগঊ) গ্রাহকদের ৭ শতাংশ সুদে মেয়াদী ঋণ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি সই করে ইউসিবি।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মনোজ কুমার হাওলাদার, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, ইউসিবির এসভিপি ও হেড অব এসএমই মো. মহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন