
ছবি সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া গৃহবধূ আঁখি আক্তার (৩০) ও তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২)–কে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কলাপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে আঁখি আক্তার তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় প্রেমিক হাসান মাহমুদ ‘ক্রাইম প্যাট্রোল’ স্টাইলে নিজের শরীরের রক্ত ছিটিয়ে রেখে যান, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়।
পরদিন গৃহবধূর পিতা আলমগীর হাওলাদার কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যেখানে জামাতা আলমগীর হোসেনসহ শ্বশুরবাড়ির ৯ জনকে আসামি করা হয়। পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পরে তদন্তে বেরিয়ে আসে যে গৃহবধূ আঁখি আক্তার আসলে স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তাদের উদ্ধার করে থানায় আনা হলে শত শত উৎসুক জনতা থানার সামনে ভিড় জমায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, “আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”