
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবিতে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে জেলার মধ্যনগর থেকে জামালগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা আরও কয়েকজন যাত্রী সাতরে তীরে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও স্থানীয় ইউপি সদস্য দেবাশিস দাস।
নিহতরা হলো- বিউটি চক্রবর্তী, কল্পনা রানী সরকার, জয়ীতা সরকার ও গঙ্গা রানী সরকার।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর জেলার মধ্যনগর থেকে নৌকাটি ছেড়ে আসে জামালগঞ্জ উপজেলার দুর্গাপুরের উদ্দেশে। এসময় জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে আসা মাত্রই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা দুই নারী ও দুই শিশু মারা যায়। আরও এক শিশুকে মুমূর্ষু অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন পর্যন্ত আমরা চারজনের মরদের উদ্ধারের খবর পেয়েছি।'
নৌকাতে ৬০-৭০ জন যাত্রী ও পণ্য থাকায় নৌকার ওজন বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন।