
ছবি প্রতিকী
লক্ষ্মীপুরে অটোরিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে বাসের চাপায় মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ আরও ৩ জন।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যূথী আক্তার সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েতপ্রবাসী শরীফ হোসেনের স্ত্রী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে রাতে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে তার ২ বছর বয়সী ছেলে মো. সিয়ামের।
যূথীর বাবা রহমত উল্যা জানান, বুকে ব্যথা ওঠায় যূথীকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। কাচারিবাড়ি এলাকায় পৌঁছালে শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। বাসটি জোনাকি পরিবহনের একটি বাসকে অতিক্রম করতে গিয়েই এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। দুর্ঘটনায় যূথী ও তার ছেলে মারা গেছে। যূথীর স্বামী শরীফ, শরীফের ভাগনে রাজা মিয়া ও অটোরিকশাচালক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গণমাধ্যম প্রথম আলোকে বলেন, “বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”