ঢাকা,  শুক্রবার  ০৪ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

মডেল মসজিদে ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় সমন্বয়ক গ্রেপ্তার

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২২ মার্চ ২০২৫

মডেল মসজিদে ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় সমন্বয়ক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

মডেল মসজিদ ক্যাম্পাসে হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের এ ঘটনায় শনিবার (২২ মার্চ) সকালে সদর থানায় সানির নামে একটি ছিনতাই মামলা করেন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম। মামলা দায়েরের পর শনিবার দুপুরেই শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। 

সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

এর আগে, শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে। এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন