
ছবি:নিউজ জার্নাল ২৪
ভোলা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মো. নজরুল ইসলাম এবং জেলা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ।
অনুষ্ঠানে ভোলার সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন শাহরিয়ার (বাসস), আফজাল হোসেন (এনটিভি), উমর ফারুক (কালবেলা), দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, মনিরুল ইসলাম (মানবজমিন) এবং ইউনুস শরীফ (আমার দেশ) প্রমুখ।
সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে আলোচকরা রমজানের তাৎপর্য, সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং ন্যায়পরায়ণ সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।