ঢাকা,  সোমবার  ০৭ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

শিশু ধর্ষণ মামলার আসামি বোরকা পরে পালানোর সময় আটক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৯ মার্চ ২০২৫

শিশু ধর্ষণ মামলার আসামি বোরকা পরে পালানোর সময় আটক

ছবি সংগৃহীত

বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ মামলার আসামি শাহ আলম মিয়া। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে শাহ আলমকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার রাতেই বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

থানার পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এমন অভিযোগে প্রতিবেশী  শাহ আলম মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

মামলার পর শাহ আলম মিয়া বোরকা পরে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় জনতা উপজেলার শঠিবাড়ী হাটে তাঁকে আটক করে। পরে তাঁকে থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এএসআই মো. সুফিয়ার রহমান। শাহ আলম মিয়া আটক হওয়ার খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল করে শাহ আলমের ফাঁসির দাবি জানান।