ঢাকা,  শুক্রবার  ০৪ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল, অতপর...

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১৯ মার্চ ২০২৫

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল, অতপর...

ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে টহল পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেওয়ার ঘটনা ঘটে। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতদের ট্রাকের পিছু নেয় পুলিশ সদস্যরা। পরে ট্রাকটি ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ উপজেলা আটক করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুতগতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। এক পর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। এ ঘটনায় অলৌকিকভাবে কারে থাকা দুই যাত্রী গুরুতব আঘাত না পেয়ে রক্ষা পান। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে সময় ডাকাত দলের দুই সদস্য আহত হয়। আহত দের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন