
ছবি সংগৃহীত
যশোরে ঝিকরগাছায় ব্যাটারিচালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। নিহত তিনজনের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২) ও সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।
এ ঘটনায় আহত অপর দুইজন হলেন- বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।
দুর্ঘটনায় নিহত রত্না খাতুন আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।
দুর্ঘটনার পরপর অ্যাম্বুলেন্সচালক গাড়িসহ পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।