
ছবি প্রতিকী
বান্দরবানের লামা উপজেলায় এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাহাড় এলাকার একটি রিসোর্টে ঘটনাটি ঘটে।
আর এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুইজন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তার স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাকে অন্য আরেক রিসোর্টে নিয়ে স্বামী রুবেলের সহায়তায় ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেপ্তার করে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায়। দীর্ঘ শুনানির পর আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, এর আগে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে।