
ছবি:নিউজ জার্নাল ২৪
ভোলা: সব ধরনের চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।
তিনি বলেন, এসব থেকে দূরে থেকে সবাইকে ভালো হতে হবে।
বুধবার (১২ মার্চ) ভোলার লালমোহন উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, দলের কেউ চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও বর্তমান সরকার নির্বাচন চায় না, তাদের উপদেষ্টা পরিষদের সদস্যরাও তাদের নিজ নিজ দপ্তর চালাতে ব্যর্থ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে গুম-খুন হচ্ছে, মহিলারা সম্ভ্রম হারাচ্ছেন। পুলিশ জনগণের আস্থা হারিয়ে ফেলায় তারা ভয়ে কাজ করছে না।
১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করেছে।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।