ঢাকা,  বুধবার  ১২ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার ইলিশায় যৌথ অভিযানে তিন দুষ্কৃতকারী আটক

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১২ মার্চ ২০২৫

ভোলার ইলিশায় যৌথ অভিযানে তিন দুষ্কৃতকারী আটক

ছবি সংগৃহীত

ভোলা জেলার সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে তিন দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মোঃ ইমরান (২৭), মোঃ শহীদ (৪৭) ও সাগর (২৩) নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র, ৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা ভোলা সদর উপজেলার ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন