ঢাকা,  বুধবার  ১২ মার্চ ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ধর্ষণবিরোধী মিছিল শেষে ফিরছিলেন বাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ০২:৩০, ১০ মার্চ ২০২৫

আপডেট: ০২:৩০, ১০ মার্চ ২০২৫

ধর্ষণবিরোধী মিছিল শেষে ফিরছিলেন বাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের চাষাড়ায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে।

অপূর্বের ওপর হামলা চালানো ছিনতাইকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় তাকে মারধর করে হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে এই ছিনতাইকারীকে নিয়ে যায় পুলিশ। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এই হত্যার বিচার চাই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো কে কে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, “একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনোভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন