ঢাকা,  শুক্রবার  ০৪ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ওসির বাড়িতে ডাকাতি, গুলি করে ৩টি গরু লুট

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ৩ মার্চ ২০২৫

ওসির বাড়িতে ডাকাতি, গুলি করে ৩টি গরু লুট

ছবি প্রতিকী

কক্সবাজারের পেকুয়ায় গুলি করে ডাকাত দল এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে গরু লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা চড়াপাড়া গ্রামে আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহমেদ কবির চট্টগ্রাম চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবিরের বাবা। 

জানা গেছে, ওসি জাহেদুল কবিরের বাড়িতে তাঁর বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন। তাঁদের বাড়িতে একটি গরুর খামার রয়েছে। মনিরুল কবির পারিবারিক খামারের গরুর দেখাশোনা করে আসছেন।

মনিরুল কবির জানান, রাতে স্থানীয় এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, তাঁদের বাড়ির অদূরে সড়কে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে রয়েছে। খবর শুনে সন্দেহ হওয়ায় তিনি ঘর থেকে বের হতেই তাঁর দিকে টর্চের আলো ফেলেন ডাকাত দলের সদস্যরা। এরপর ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাঁর দুটি ষাঁড় ও একটি বাছুর পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। এ সময় একটি গাভী গাড়িতে তুলতে না পারায় নিচে ফেলে রেখে যায় তারা। 

ডাকাত দলে ১২ থেকে ১৩ জন ছিলেন জানিয়ে মনিরুল কবির অভিযোগ করেন, সম্প্রতি তাঁর পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে চকরিয়ার এক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়। ওই জনপ্রতিনিধি গরু চোর চক্রের নেতা হিসেবে এলাকায় পরিচিত। তাঁর চক্রের সদস্যরা এ ডাকাতির ঘটনা ঘটিয়েছেন বলে তিনি ধারণা করছেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. জাহেদুল কবির বলেন, ডাকাতির ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে তিনি স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছেন। 

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন