ঢাকা,  শনিবার  ০৫ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতি

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১ মার্চ ২০২৫

পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতি

ফাইল ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এঘটনায় নির্দিষ্ট গাড়ির সংখ্যা জানা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাবনা-সাঁথিয়া মহাসড়কের ছেচানিয়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মধ্যরাত দুই-তিনটার দিকে গাছে গুরি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আটক ও গাড়ির সংখ্যার ব্যাপারে তিনি বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাত-আটটা গাড়ি পেয়েছিলাম। এটি মহাসড়ক নয়, আঞ্চলিক সড়ক। এই সড়কে এতো রাতে ৩০-৪০টা গাড়িই চলে না। এখনো কাউকে আটক করা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ভ্যান, নসিমন, করিমন, বাস, ট্রাকসহ ছোট বড়-সব সব ধরনের গাড়িতে ডাকাতি হয়েছে। গাড়ির অনেক সারি ছিল, আমাদের দেখা মতে আনুমানিক ২০-৩০টা গাড়ি হবে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন