
ফাইল ছবি
পাবনার সাঁথিয়া উপজেলায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এঘটনায় নির্দিষ্ট গাড়ির সংখ্যা জানা যায়নি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাবনা-সাঁথিয়া মহাসড়কের ছেচানিয়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মধ্যরাত দুই-তিনটার দিকে গাছে গুরি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আটক ও গাড়ির সংখ্যার ব্যাপারে তিনি বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাত-আটটা গাড়ি পেয়েছিলাম। এটি মহাসড়ক নয়, আঞ্চলিক সড়ক। এই সড়কে এতো রাতে ৩০-৪০টা গাড়িই চলে না। এখনো কাউকে আটক করা হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ভ্যান, নসিমন, করিমন, বাস, ট্রাকসহ ছোট বড়-সব সব ধরনের গাড়িতে ডাকাতি হয়েছে। গাড়ির অনেক সারি ছিল, আমাদের দেখা মতে আনুমানিক ২০-৩০টা গাড়ি হবে।