
ছবি সংগৃহীত
বর্ণাঢ্য আয়োজনে ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুজ্জামান, ভোলা সদর সহকারি কমিশনার (ভুমি) আহসান হাফিজ, সহকারি শিক্ষক শাহ নেওয়াজ চন্দন উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তেলন করা হয়। পরে নৃত্যের করিওগ্রাফিতে অংশ নেন শিক্ষার্থীরা। মর্শাল দোড়ের মাধ্যমে প্রতিযোগীতার শুভ সূচনা করা হয়।
প্রতিযোগীতায় দৌড়, চকলেট দৌড়, বস্তা দৌড়, বল নিক্ষেপসহ মোট ৩০টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা লেডিস ক্লাবের সভানেত্রী মোসাঃ পাপিয়া খাতুন সহ আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমানভাবে এগিয়ে রয়েছে।