ঢাকা,  শুক্রবার  ০৪ এপ্রিল ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় একজন ও রাত ১১টায় আরেকজন রাজধানীর আলাদা দুইটি হাসপাতালে মারা যান।

এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট-কাচিনা সড়কে শৈলাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অনিক মণ্ডল (২৫) ও রিয়াদ মণ্ডল (২২)।

নিহত অনিক শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামের মজিবুর রহমানের ছেলে ও রিয়াদ একই গ্রামের শামীম আল মামুনের ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই।

তাদের আরেক চাচাত ভাই মাজেদুর রহমান রায়হান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনিক ও রিয়াদ শৈলাট বাজার থেকে কাচিনা যাচ্ছিলেন। পথে শৈলাট শিপ্রা কারখানার সামনে পৌঁছার পর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চলন্ত মোটরসাইকেল থেকে কয়েক ফুট দূরে ছিটকে পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাওনা চৌরাস্তায় বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে অনিককে রাজধানীর জাতীয় স্নায়ুবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালে এবং রিয়াদকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অনিক রাত সাড়ে ১০টায় ও রিয়াদ রাত ১১টায় মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনা জেনে পুলিশ ঘটনাস্থল গিয়ে তদন্ত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন