ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

পটুয়াখালীর স্বনির্ভর রোডে আগুনে পুড়ে গেছে ২৫টি ঘর,আহত ১

নিউজ জার্নাল ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পটুয়াখালীর স্বনির্ভর রোডে আগুনে পুড়ে গেছে ২৫টি ঘর,আহত ১

ছবি সংগৃহীত

পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনসেডের ২৫টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কামরুজ্জামান নামে এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে চরপাড়া মাদ্রাসার পাশের হোটেলের আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে।

পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মহসীন বলেন, দুপুরে আগুনের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে।

এ ঘটনায় পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন