ঢাকা,  রোববার  ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নিউজ জার্নাল ২৪ :: News Journal 24

ভোলার আব্দুল জব্বার মিয়া জমিদার বাড়ি ঐতিহ্যের সাক্ষী

মোঃ সামিরুজ্জামান

প্রকাশিত: ১০:১১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভোলার আব্দুল জব্বার মিয়া জমিদার বাড়ি ঐতিহ্যের সাক্ষী

ছবি:নিউজ জার্নাল ২৪

ভোলার জমিদারি ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন আব্দুল জব্বার মিয়া জমিদার বাড়ি। এটি শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয়, বরং সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক ঐতিহ্য, যা এখনও তার জৌলুশ ধরে রেখেছে। ভোলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বোরহানউদ্দিন উপজেলার কুতবা গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি এক সময় ছিল ক্ষমতা, প্রতিপত্তি ও আভিজাত্যের প্রতীক।

এ বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, যিনি তার দানশীলতা, সমাজসেবামূলক কাজ ও প্রজাদের প্রতি মমত্ববোধের জন্য সুপরিচিত ছিলেন। বিশাল জমিদারি সাম্রাজ্যের মালিক হলেও তিনি তার জমিদারির বেশিরভাগ অংশ ওয়াকফ করে দেন, যা তাকে আরও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করে। তার বংশধরেরাও শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা জমিদার পরিবারের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

এই জমিদার বাড়ির স্থাপত্যশৈলী যেন একসময়কার রাজকীয় জীবনের প্রতিচ্ছবি। প্রায় ২০ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদে রয়েছে বহু দালান, যার প্রতিটির নির্মাণে ব্যবহার করা হয়েছে সেগুন কাঠ, ইট, চুন ও সুরকি। প্রতিটি ভবনের দেয়াল এতটাই পুরু যে, গ্রীষ্মের দাবদাহেও বাড়ির ভেতরে প্রশান্ত শীতলতা অনুভূত হয়। সেগুন কাঠের খোদাই করা দরজা-জানালা, মোজাইক করা মেঝে, বিশাল বৈঠকখানা ও টানা পাখা এখনো জমিদারি আমলের সৌন্দর্য বহন করে চলছে।

বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল দীঘি, যা শতবর্ষ আগে খনন করা হয়েছিল এলাকাবাসীর পানীয় জলের সংকট দূর করতে। আজও দীঘির স্বচ্ছ জলে প্রতিফলিত হয় জমিদার বাড়ির প্রতিচ্ছবি, যা অতীতের গৌরবের স্মৃতি বহন করে।

যারা ইতিহাসপ্রেমী, তারা এই বাড়িতে এসে এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারেন। বাড়ির করিডোরে হাঁটলে মনে হবে, সময়ের চাকা কিছুক্ষণের জন্য থমকে গেছে। বাতাসে মিশে থাকা পুরনো দিনের গল্প যেন প্রতিটি ইট-পাথরের ফাঁক দিয়ে আজও কথা বলে। ভোলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জমিদার আব্দুল জব্বার মিয়া বাড়ি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তার ইতিহাসের সন্ধানী পথিকদের জন্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন